শিক্ষা ডেস্ক:
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মানিকগঞ্জের এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুবর্ণা ইসলাম রোদেলার মৃত্যুর ঘটনায় বিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম বলেন, স্কুল-কলেজ খোলা রাখতে সরকার সব ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষাব্যবস্থা চালু রাখতে সরকার সজাগ রয়েছে। এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও স্কুলটির সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আইসোলেশন কক্ষসহ স্বাস্থ্যবিধির সব ধরনের ব্যবস্থা রয়েছে স্কুলটিতে। পরিদর্শন শেষে স্কুলের সার্বিক পরিস্থিতি ভালো মনে হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ঠিকমতো পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি চলছে।
উল্লেখ্য, মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুবর্ণা ইসলাম রোদেলা গত বুধবার (২২ সেপ্টেম্বর) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ মারা গেছে।
বিএসডি/আইপি