আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ এশিয়ার মুসলিম রাষ্ট্র পাকিস্তানে গেল ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে চতুর্থ দফায় কোভিড-১৯ এর প্রকোপ দেখা দেওয়ার পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সবশেষ গত মে মাসে পাকিস্তানে একদিনে রেকর্ড ১৩১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছিলেন।
পাকিস্তানে এখন পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ২৩ হাজার ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে গতদিন আরও চার হাজার ৭২০ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর মোট রোগীর সংখ্যা ১০ লাখ ৬৩ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া বর্তমানে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ২৪ শতাংশ।
মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় গঠিত পাকিস্তানের সরকারি টাস্কফোর্স ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের তথ্য মতে, দেশটিতে ফের কোভিড সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে দেশটিতে আবার প্রাণঘাতী ভাইরাসটির প্রকোপ ছড়ানো নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
শক্তিশালী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই ও জনগণকে টিকা প্রয়োগের সক্ষমতা বাড়ানোর জন্য গত শুক্রবার পাকিস্তানের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।
যদিও কেন্দ্র সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সিন্ধ প্রদেশের সরকার করাচিসহ দক্ষিণাঞ্চলে লকডাউন আরোপের পর তার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তিনি বলেছেন, ক্ষুধার্ত মানুষকে এভাবে লকডাউনে রাখা যায় না।
বিএসডি/এমএম