আন্তর্জাতিক ডেস্ক:
টিকাদান নিয়ে কড়া নীতি নিয়েছে অস্ট্রিয়ার সরকার; কিন্তু তারপরও সচেতনতার অভাব নাগরিকদের মধ্যে। এই পরিস্থিতিতে দেশে টিকাদান কর্মসূচির গতি বাড়াতে অভিনব সমাধান নিয়ে এসেছে রাজধানী ভিয়েনার একটি যৌনপল্লী।
ভিয়েনার ফান পালাস্ট যৌনপল্লীতে চালু হয়েছে নতুন এক প্যাকেজ; আর সেটি হলো- কোনও গ্রাহক যৌনপল্লীতে খোলা টিকা শিবির থেকে টিকা নিলে পছন্দের যৌনকর্মীর সঙ্গে বিনামূল্যে আধা ঘণ্টা সময় কাটানোর সুযোগ পাবেন তিনি। অর্থাৎ, এজন্য ওই ব্যক্তিকে কোনো অর্থ ব্যয় করতে হবে না।
কিন্তু কেন এই নিয়ম চালু করতে হল?
সম্প্রতি অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে, করোনার দুই টিকার ডোজ সম্পূর্ণ না করা হলে রেস্তরাঁ, হোটেল বা বড় কোনও অনুষ্ঠানে যেতে পারবেন না কেউ।
তারপরও জনসাধারণের মধ্যে টিকাগ্রহণ নিয়ে সচেতনতা না বাড়ায় যৌনপল্লীতে গ্রাহক সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন ফান পালাস্টেরই এক কর্মী।
আর এক কর্মী বলেছেন, ‘আমরা যৌনপল্লীতে একটি টিকাশিবির খুলেছি। আশা করছি আমাদের এই নতুন উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতাও বাড়বে আর আমাদের রোজগারও বাড়বে।’