নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সুইডেন এমনকি ভারতের চেয়েও করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল’র (ইউএনপিএফ) বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।
মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এই প্রতিনিধি এ কথা বলেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ইউএনপিএফ প্রতিনিধি তার নিজ দেশের জনসংখ্যা ৯০ লাখ উল্লেখ করে বলেন সেখানে বাংলাদেশে জনসংখ্যা ২০ গুণ বেশি। অথচ করোনায় মৃত্যু ২ দেশে প্রায় সমান।
করোনাকালে সরকারের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘ প্রতিনিধি আরও বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে এ দেশের মানুষের সাড়া অনেক বেশি। পৃথিবীর অনেক দেশ এমনকি আমেরিকাতেও টিকার বিষয়ে অনেকের বিরোধিতা আছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বাল্যবিয়ে নিয়ে ইউএনএফপিএ অবগত আছে। আমি স্বীকার করেছি। বলেছি, এটা আমাদের মতো করে হ্যান্ডেল করছি। মানুষকে বুঝিয়ে শুনিয়ে আনছি। শিগগিরই এ সমস্যার সমাধান করবো আমরা।
বিএসডি / আইকে