বর্তমান সময় ডেস্কঃ
ভারতে মুক্তি পেয়েছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’। গত ৩ নভেম্বর মুক্তির পরই দর্শক খরায় ভুগছে সিনেমাটি। পশ্চিমবঙ্গ ও আসামের ৩৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। কলকাতায় শাকিব খানের অনেক ফ্যান ফলোয়ার রয়েছেন। এই ভেবেই ভারতে মুক্তি দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে ব্যবসা সফল সিনেমাটি কলকাতায় মুখ থুবড়ে পড়ায় চিন্তিত কলকাতার সিনেমাটির পরিবেশক সংস্থা এসএসআর সিনেমাস।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা সত্যদ্বীপ সাহা জানান, যতটা আশা করে শাকিবের ‘প্রিয়তমা’ রিলিজ করেছি ততটাই হতাশ হয়েছি। সিনেমাটির এমন ফলাফল হবে কল্পনাও করিনি।
তিনি বলেন, এই সিনেমা মুক্তি দিয়ে খরচের টাকাও উঠবে না। আগামীতে শাকিবের কোনো সিনেমা মুক্তি দেওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তবে কী কারণে কলকাতায় ‘প্রিয়তমা’ সিনেমাটির এমন ভরাডুবি তা নিয়ে পরিবেশক সংস্থাটি কোনো মন্তব্যে করেনি।
হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতায় মুক্তি পাওয়া বাংলাদেশের কোনো সিনেমা দর্শক দেখছেন না। এর আগে বেশ ঘটা করে ‘সুড়ঙ্গ’ মুক্তি দিয়েছিল কলকাতার প্রভাবশালী প্রযোজনা সংস্থা এসভিএফ। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফলতা পায়নি।
বিএসডি/আরপি