নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
কলমাকান্দায় বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র এর অভিযানে ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, স্কীন শাহীন ক্রীম ও কিটকাট চকলেটসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (০১ জানুয়ারি ২০২২) গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’ অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের খারনই বিওপির হাবিলদার মোঃ শামসুর রহমান এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাউশাম নামক স্থান থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থেকে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল হতে ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট-৩৬০০ পিস, ভারতীয় স্কীন শাহীন ক্রীম-৮১০০ পিস, ভারতীয় কিটকাট চকলেট-৩১৫০ পিস এবং ভারতীয় ডার্ক চকলেট-৫২০ পিস জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-৩১,৮৯,৫০০/- (একত্রিশ লক্ষ উননব্বই হাজার পাঁচশত) টাকা।
এতে আরও বলা হয়, জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে। এবং অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
বিএসডি/এসএ