খেলাধূলা প্রতিনিধি:
পাকিস্তানের বাঁহাতি ওপেনার শান মাসুদ ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইতিহাস গড়লেন। ৩২ বছর বয়সী এ ব্যাটার কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন।
কাউন্টি ক্রিকেটে পাকিস্তানের ইতিহাসে প্রথম ওপেনার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। তার আগে পাকিস্তানের আর কোনো ওপেনার কাউন্টিতে ডাবল সেঞ্চুরি করতে পারেননি।
ডার্বির কাউন্টি গ্রাউন্ডে সাসেক্সের বিপক্ষে ডার্বিশায়ারের হয়ে খেলতে নেমে প্রথম দিন শেষে ২০১ রানে অপরাজিত রয়েছেন শান মাসুদ। এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ৯১ ও ৬২ রান করেছিলেন এ ওপেনার। যার সুবাদে এখন চলতি কাউন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক শান মাসুদই।
এদিকে, শান মাসুদের ডাবল সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন ২ উইকেটে ৩২৭ রান করে ফেলেছে ডার্বিশায়ার।
বিএসডি/ এমআর