ধর্ম ডেস্ক,
কাতারে পক্ষকালব্যাপী খেজুর উৎসবের পর্দা নামল। গত ১৫ জুলাই শুরু হওয়া এই উৎসব শেষ হল গতকাল শুক্রবার। কাতারের পৌর ও পরিবেশ মন্ত্রণালয় এবং শতবর্ষী ঐতিহ্যবাহী সুক ওয়াকিফ বাজার কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। এ নিয়ে ষষ্ঠ বারের মতো এই খেজুর উৎসব পালিত হল। এবারের আয়োজনের শেষ দিন শুক্রবার উৎসব চলে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।
বৃহস্পতিবার পৌর ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের আয়োজনে বুধবার পর্যন্ত ১১৪ টন খেজুর বিক্রি হয়েছে। এর মধ্যে বিশেষ করে খালাস, শিশি, খেনিজি, বারহি প্রভৃতি জাতের খেজুর উল্লেখযোগ্য পরিমাণে বিক্রি হয়েছে। খাদ্য নিরাপত্তা অর্জনের লক্ষ্যে খেজুর উৎপাদনসহ দেশের কৃষি খাতের উৎকর্ষ সাধনে কাতার সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে।
সূত্র : গালফ টাইমস।
বিএসডি/আইপি