আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার ওন্টারিও প্রদেশে ব্যাপক ঝড়ো হাওয়ার কারণে দুই লাখ ৮০ হাজারের বেশি বাড়িঘর এবং ব্যবসা-বাণিজ্য অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। যদিও পরে কিছু কিছুতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে।
টরেন্টোভিত্তিক প্রতিষ্ঠান হাইড্রো ওয়ান বিদ্যুৎ সরবরাহ করে প্রায় ১৪ লাখ গ্রাহককে। তারা বলছে, ঝড়ো হাওয়া বন্ধ না হওয়া পর্যন্ত বিভ্রাটের ঘটনা আরো ঘটতে পারে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, হাইড্রো ওয়ান আশঙ্কা করছে যে, দক্ষিণ, মধ্য এবং পূর্ব ওন্টারিওসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার গ্রাহকরা রাতে বিদ্যুৎবিহীন থাকবেন।
বিবৃতিতে আরো বলা হয়, বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। খুঁটি ভেঙে গেছে, গাছ ভেঙে পড়েছে এবং রাস্তা অবরোধ হয়ে আছে। সে কারণে বিদ্যুৎ লাইন ঠিক হতে সময় লাগার কথা জানানো হয়েছে।
কানাডায় গ্রাহকদের সেবা দেওয়া আরেক প্রতিষ্ঠান অ্যালেক্ট্রা বলছে, গ্রেটার টরেন্টো এলাকায় বিদ্যুতের লাইন ঠিক করে দেওয়ার জন্য কর্মী পাঠিয়েছে তারা।
৭৮ হাজার গ্রাহকের সংযোগ ঠিক করে দেওয়া হলেও দুই লাখ ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
সূত্র: টিআরটি।
বিএসডি / এলএল