ক্যাম্পাস প্রতিবেদক:
কানাডায় বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে “প্রেসিডেন্সিয়াল অনার” সম্মাননা অর্জন করেছেন শাহ আব্দুল্লাহ মাহমুদ ( মাহিম ) ৷ তিনি বর্তমানে কানাডার অন্যতম পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান “সেনেকা কলেজ অফ এপ্লাইড আর্টস এন্ড টেকনোলজি” তে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে অধ্যায়নরত আছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর,২০২১) প্রকাশিত ফলাফলে তিনি সর্বচ্চো ফল অর্জন করেন । এরই ধারাবাহিকতায় একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে ২য় বারের মত সেনেকা প্রেসিডেন্ট ডেভিড এগ্নো স্বাক্ষরিত এই সম্মাননা প্রদান করা হয়।
পড়ালেখার পাশাপাশি মাহিম সেনেকা স্টুডেন্ট ফেডারেশনের বাঙালি স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়ীত্ব পালন করছেন। প্রকাশিত ফলাফলে নিজের ভাল অবস্থানের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এই অর্জনে আমি অনেক খুশি৷ দেশের বাইরে বাংলাদেশী শিক্ষার্থীদের বিশেষ করে নতুনদেরকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয় এবং তার এসোসিয়েশন সবসময় সেকল শিক্ষার্থীদের পাশে আছেন এবং তাদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডা অপার সম্ভাবনাময় একটি দেশ, দৃঢ় মনোবল কঠোর সাধনা ও উচ্চশিক্ষায় আকাঙ্খার যে কোনো শিক্ষার্থী চাইলে এই সুযোগ গ্রহন করতে পারে।
বিএসডি/এসএফ