ববি প্রতিনিধি
চোখে হয়েছে অশ্রুসিক্ত, মা ও মেয়ের চোখের কোন থেকে বেয়ে পড়ছে জল । সারাজীবনের লালন করা স্বপ্ন, ত্যাগ এবং কষ্ট নিমিষেই শেষ হয়ে গেলো সময়ের গন্ডিতে। স্বপ্ন আজ কান্না হয়ে ঝরছে । নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে না আসায় ভর্তি পরীক্ষা থেকে ছিটকে গেলো গোপালগঞ্জ থেকে বরিশালে আগত শিক্ষার্থী তিথি রায়।
আজ শনিবার (২রা অক্টোবর) সকাল ১১ টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা। কিন্তু তিথি রায় নামের একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী কেন্দ্রের গেটে পৌছালেন ১১ টা ২৫ মিনিটে। অনেক অনুরোধ করার পরও প্রবেশ করার অনুমতি দিলেন না কেন্দ্রে দায়িত্বরত বিএনসিসি’র স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্ষোভে রাগে তিনি প্রবেশপত্র ছিড়ে ফেললেন।
একপর্যায়ে মা, গীতা রায় কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন কিন্তু কাজ হলো না। তিনি বলেন, ‘স্যার আমার মেয়েটারে ঢুকতে দেন ‘ও স্যার।’
এ বিষয়ে ঐ ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাছে দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, জ্যামের কারণে আমাদের গাড়ি আটকে ছিলো তাই অনেক চেষ্টা করেও আসতে পারিনি। ‘
বিএসডি/ববি/হাফিজুর/এমএম