আন্তর্জাতিক ডেস্ক,
কাবুল বিমানবন্দর পরিচালনা নিয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে তুরস্ক ও তালেবান কর্তৃপক্ষ। চুক্তির খসড়া অনুযায়ী একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তুরস্ক ও কাতার যৌথভাবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি আঙ্কারা তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে।
মিডল ইস্ট আই (এমইই) এর প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার পরপরই চুক্তিটি চূড়ান্ত হবে। তুরস্ক ও কাতার একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বিমানবন্দরটি পরিচালনা করবে। এক্ষেত্রে একটি বেসরকারি প্রতিষ্ঠান গঠন করা হবে। যেখানে সাবেক তুর্কি সেনা ও পুলিশ সদস্য থাকবেন।
চুক্তির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেবে তুরস্ক।
তবে এ চুক্তির ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা রয়ে গেছে। গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কনসোর্টিয়ামকে বিমানবন্দরটির দায়িত্ব দিয়েছিল ত্ৎকালীন ঘানি সরকার। এক্ষেত্রে তালেবানকে আলাদাভাবে তাদের সাথে চুক্তি করতে হবে।
উল্লেখ্য, গত ছয় বছর ধরে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে ন্যাটো সদস্য তুরস্ক। বর্তমানে দেশটির বেশ কিছু সেনাসদস্যও আফগানিস্তানে অবস্থান করছে।
গত বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৭৫ ছাড়িয়েছে। আহত হয়েছেন ২ শতাধিক। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক আফগান নাগরিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর গত ১৫ আগস্ট কাবুলসহ গোটা আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এর পর থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। পাশাপাশি এতদিন যারা বিদেশি শক্তির পক্ষে কাজ করেছে, তারাও দেশ ছেড়ে পালাচ্ছে। এই অবস্থায় কাবুল বিমানবন্দরে গত কয়েক দিন ধরেই ব্যাপক বিশৃঙ্খলা চলছে।
বিএসডি/এএ