নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ফ্ল্যাট থেকে এক ফুটপাত ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজন ও ভাড়াটিয়াদের দাবি, হত্যাকাণ্ডে জড়িতকে শাস্তির আওতায় আনতে হবে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে বের হবে প্রকৃত ঘটনা।
দীর্ঘ ১০ বছর ধরে রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরের কোম্পানি ঘাটের একটি বাসার চার তলায় সাবলেট থেকে ফুটপাতে খেলনা সামগ্রী বিক্রি করতেন ক্ষুদ্র ব্যবসায়ী তারিকুল ইসলাম খোকন।
ফ্ল্যাটের অন্য পরিবার ঈদে বাড়ি যাওয়ায় অন্যান্য দিনের মতোই শুক্রবারও (৩০ জুলাই) তিনি একাই নিজ রুমে ছিলেন। তবে কে জানতো যে, তার এই রাতই হবে জীবনের শেষ রাত।
শনিবার (৩১ জুলাই) সকালে ভবনের আশপাশে অন্যান্য ভাড়াটিয়ারা তারিকুলের ফ্ল্যাটে ধোয়া দেখতে পান। আশপাশের ভাড়াটিয়ারা এসে বাইরে থেকে লাগানো দরজা খুলে পানি দিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে রুমের ভেতরে থাকা মানুষটি পুড়ে নিষ্প্রাণ। শরীরের প্রায় ৫০ শতাংই পুড়ে গেছে তার।
ঘটনার খবর পেয়ে লালবাগ থেকে আসা নিহতের স্বজন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে বাসার মালিক পারভিন জাহান বলেন, এই দশ বছরে কারও সাথেই দ্বন্দ্ব ছিল না নিহত খোকনের। ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা বলছেন, তদন্ত করে খুঁজে বের করতে হবে দোষীকে।
ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি ও ডিবি বিভাগের সদস্যরাও।
এ বিষয়ে পুলিশের লালবাগ জোনের উপ কমিশনার জসিম উদ্দিন মোল্লা জানান, লাশের ঘরে চকির নিচে একটি কয়েলের স্ট্যান্ডও পেয়েছি আমরা। সেক্ষেত্রে সুরহতাল রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করা হবে।
বিএসডি/এমএম