নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির পাঁচজন গণমাধ্যমকর্মীকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। যা গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা। আমি এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে চাকরিচ্যুত সংবাদ কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান তিনি।
বিবৃতিতে জিএম কাদের বলেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি সময় টেলিভিশনের ৫ জন সংবাদ কর্মীকে গত ২২ ডিসেম্বর কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। অকারণে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গণমাধ্যমের কণ্ঠরোধ করার উদাহরণ। যা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা ও গণতন্ত্র চর্চার পরিপন্থি। এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতিও আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।