বর্তমান সময় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের জানুয়ারির মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করছে ডিএমটিসিএল।
২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল ব্যবস্থা এমআরটি-৬ নির্মিত হচ্ছে।
কাজ শেষ হলে, ১৬টি স্টেশনের মেট্রোরেল ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করতে পারবে। এতে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার সময় কমে প্রায় ৪০ মিনিট হয়ে যাবে। বর্তমানে এ পথ পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
বিএসডি/ এলএল