নিজস্ব প্রতিনিধি:
এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিস্তার রোধে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (৯ অক্টোবর) খিলগাঁও তালতলা নতুনবাগ পানির পাম্প এলাকায় এডিস ও কিউলেক্স মশার বিস্তার রোধে মশক নিধনে বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এসময় মেয়র সাংবাদিকদের সামনে রাজধানীতে মশার প্রকোপ বৃদ্ধি ও তা রোধে নেওয়া নানা পদক্ষেপসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিস্তার রোধে এ ছয়দিনব্যাপী এ অভিযান চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
ডিএনসিসি মেয়র বলেন, এডিস মশার জন্ম হয় বাসাবাড়ির স্বচ্ছ পানিতে। আর খাল, বিল, ঝিল, ডোবা, নালা, ড্রেন, কচুরিপানা, অস্বচ্ছ ময়লা পানিতে কিউলেক্স মশার জন্ম হয়। ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করতে হবে।
বিএসডি / আইকে