নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার নির্বাচনের কথা শুনলে ভয় লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রোববার (২৫ মে) রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দুটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা জানি না কেন আপনাদের ভয় লাগে? কীসের ভয় আপনাদের? এ দেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যেক নেতাকর্মী আপনাদেরকে সমর্থন দিয়েছে। দ্রুত সময়ের ভেতর আপনারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবেন। কিন্তু নির্বাচনের কথা শুনলেই কেন জানি আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। সংস্কার ও বিচারের কথা বলে নতুন নতুন অজুহাত সামনে দাঁড় করিয়ে দেন।
নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের মতামতের একটি প্রক্রিয়া। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে। গত ১৫ বছর যারা নতুন করে ভোটার হয়েছেন এবং মানুষ ভোট দিতে পারে নাই। কীভাবে ভোট দিতে হয় তাও তারা জানে না। সেই মানুষগুলো ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের বীজ বপন করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে।
দেশে কিছু হলেই বিএনপির ওপরে দোষ চাপিয়ে দেয় একটি গোষ্ঠী মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশে কিছু হলেই ভালো হোক আর মন্দ হোক— বিএনপির দোষ বলে একটি গোষ্ঠী চালিয়ে দেয়। বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে এ দেশের মানুষের জন্য কাজ করে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজি মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।