নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, আপনি সহিহ আর সকলে মিথ্যা; এটা ফ্যাসিস্ট মনোভাব। ফলে যারা মাজার ভাঙছে, তারা একটা ফ্যাসিস্ট শক্তি। আর আমাদের এখানে কিছু পরকাল ব্যবসায়ী আছে, যারা নিজেরা আল্লাহ হয়ে জান্নাত-জাহান্নামের সার্টিফিকেট দেয়।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাববৈঠকি আয়োজিত ‘মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গান এবং ভাব আলোচনা’ সভায় এসব কথা বলেন তিনি।
ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট আক্রমণ হবে, তা আমাদের প্রত্যাশা ছিল না। ইসলামের সঙ্গে মাজার ভাঙার কোনো সম্পর্ক নেই। এটা কেবল বিশৃঙ্খলা তৈরির জন্য। আমাদের নতুন বাংলাদেশকে যারা নস্যাৎ করতে চায়, মাজারে হামলাকারীরা সে শক্তির প্রতিনিধিত্ব করে।
তিনি বলেন, মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। এক্ষেত্রে সরকার শিথিলতা দেখাচ্ছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের কোনো আলেম-শায়খ মাজার ভাঙার পক্ষে বলেন না। মতপার্থক্য থাকতে পারে। সবাই একরকম বুঝলে বাংলাদেশে এত ইসলামী রাজনৈতিক দল থাকত না। বিশ্বে এত ইসলামী রাষ্ট্র থাকত না। ফলে আপনারা মুখোশ পরে নাচবেন না। কারণ আপনারা সে শক্তি, যাদের তরুণরা লাথি দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে।
শুধু মাজারে নয়, বিভিন্ন জায়গায়ই গাঁজা খাওয়া হয়– এমন অভিযোগ তুলে এই রাষ্ট্রচিন্তক বলেন, গাঁজা কি কেবল মাজারে খাওয়া হয়? বাংলাদেশের সব বড় বড় হোটেলে গাঁজা খাওয়া হয়। অবৈধ কাজ হয়। তারা কী সেসব ভাঙতে গিয়েছেন? যাননি। কারণ মাজার ভাঙা সহজ।
ফকিরি গান এবং ভাব আলোচনায় আরও অংশ নেন আলেয়া বেগম, সুনীল কর্মকার, ছোট আলম সরকার, শাহ আলম সরকার, ওমর আলী ও বাউল ফকির আলাউদ্দিন জালালি, জনি বাউল, কোহিনুর আক্তার গোলাপি, সুধাম আনন্দ প্রমুখ।