নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণি বলেছেন, দেশের এভিয়েশন সেক্টরে অনেক রকম সমস্যা রয়েছে। এয়ার টিকিটের অস্বাভাবিক দামবৃদ্ধি ও কালোবাজারে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। এসব অনুসন্ধান করতে আমরা বসেছি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটির বৈঠকের আগে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, আমাদের (এভিয়েশন সেক্টরে) অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের (জেনারেল সেলস এজেন্ট) সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে। আমরা আজকে একটা বিষয় নিয়ে অনুসন্ধান করার চেষ্টা করছি। আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্য যায় তাদের টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম আছে; বিধি আছে। এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। এই জিনিসটা অনুসন্ধান করতে আমরা বসেছি।
তিনি বলেন, বাংলাদেশে যেসব এয়ারলাইন্স চলে তাদের যেসব প্রতিনিধি রয়েছে (জেনারেল সেলস এজেন্ট) তাদের নিয়ে বসছি। তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি। একইসঙ্গে আমাদের অনুসন্ধানও যাতে মানুষের কাজে লাগে এ কারণেই এই প্রচেষ্টা। এটা আমাদের মতো করে আমরা তদন্ত করব।
সিনিয়র সচিব বলেন, তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে কাজটি করা যায় সেসব বিষয় সিদ্ধান্ত হবে। আমরা আসলে তাদের সবার কথা শুনতে চাচ্ছি। তাদের কথা শুনে কীভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি, যাতে অন্যান্য দেশের মতো টিকিট প্রাইসিং সমপর্যায়ে আনতে পারি। আমাদের অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে।
তিনি বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না। শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সে কারণেই বসা হচ্ছে।