রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশকে ৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ চারে যেতে তাদের কঠিন পথ পাড়ি দিতে হবে। শেষ দুটি ম্যাচে তাদের জয় তো পেতেই হবে, সঙ্গে অন্য দলগুলোর জয় পরাজয়ের দিকেও নজর রাখতে হবে তাদের।
৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন আছে চার নম্বরে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট দুটি করে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ৬। তাদের শেষ দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ধরা যাক, দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজে ৬ পয়েন্ট পেল। তারপর কোন সমীকরণে যেতে হবে তাদের সেমিফাইনালে উঠতে?
২. অস্ট্রেলিয়া শেষ তিন ম্যাচ হারলে ওয়েস্ট ইন্ডিজের পথ সহজ হবে। তাদের পয়েন্ট ৪।
৩. শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের মধ্যে একটির বেশি যেন জয় না পায়, সেই প্রার্থনা করতে হবে গেইলদের। শনিবার দুই দল মুখোমুখি হবে। তাদের পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচও আছে। আজকের বিজয়ী দল ইংল্যান্ডের বিপক্ষে যেন হেরে যায়, সেদিকে নজর রাখতে হবে ক্যারিবিয়ানদের।
এসব সমীকরণ মেলাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের শেষ চারে খেলা নিশ্চিত হবে। ৪ নভেম্বর তাদের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। একদিন বিরতির পর খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে।
বিএসডি/এসএসএ