আন্তর্জাতিক ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে আরো তিন মাইল এগিয়েছে রুশ সেনাবহর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এ কথা জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার কয়েকদিন পর রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনাবহর ইউক্রেনে ঢুকে পড়ে। ধীরে ধীরে এই বহর কিয়েভ অভিমুখে অগ্রসর হতে থাকে।
স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া সেই সেনাবহরের ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।
তবে সেই সেনাবহর মস্কোর প্রত্যাশিত গতিতে এগুতে পারছিল না। সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া, জ্বালানি সংকট ও ইউক্রেনের প্রতিরোধের মুখে পুরোদমে গতি পাচ্ছিল না রুশ সেনাবহর। একপর্যায়ে অনেকটা নিশ্চল হয়ে পড়ে এই বহর।
সর্বশেষ খবরে জানা যায়, রুশ সেনাবহর পৃথক পৃথক দলে ভাগ হয়ে অবস্থান নিচ্ছে। এই সেনাবহর কিয়েভে পৌঁছে গেলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে। এই বহরে ট্যাংক, সাঁজোয়া যান ও প্রচুর পরিমাণে ভারী অস্ত্র রয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে রুশ বাহিনী। নতুন নতুন শহরে হামলা শুরু করেছে তারা। ইউক্রেনের উত্তর-পশ্চিমের লুতৎস্ক এবং দনিপ্রো শহরে প্রথমবারের মতো হামলা চালানো হয়েছে।
বিএসডি/ এলএল