আন্তর্জাতিক ডেস্ক:
একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর রাশিয়া এখন ইউক্রেনে নতুন করে সেনা পাঠাচ্ছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, যুদ্ধ অবসানে তাঁর সরকার আলোচনা করতে ইচ্ছুক। কিন্তু তাঁরা আত্মসমর্পণ করবেন না। কোনো আলটিমেটামও তাঁরা গ্রহণ করবেন না।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেছেন, কিয়েভ ইতিমধ্যে রুশ অবরোধের মধ্যে রয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা শহর রক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান আজ রোববার ১৮তম দিনে গড়িয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শোনা গেছে। তার মধ্যে কিয়েভের উপকণ্ঠের এলাকাও রয়েছে।
বিএসডি/ এমআর