কুবি প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের “অন্ট্রোপ্রেনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি)” উদ্যোগে আয়োজিত দক্ষতা উন্নয়নমূলক প্রোগ্রাম “স্কিল ফর স্কোপ” এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৮ আগস্ট থেকে চলবে ২৬ আগস্ট পর্যন্ত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
চার সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে থাকছে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় আটটি দক্ষতা। চারটি ওয়ার্কশপ, আটটি সেলফ লার্নিং মডিউল, এবং বিভিন্ন ধরণের ইভ্যালুয়েশন টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।
আমেরিকার সিলিকল ভ্যালী ভিত্তিক সংগঠন ওয়াধওয়ানি ফাউন্ডেশনের সহযোগিতায় ও ওরিয়েন্টেশন এর মাধ্যমে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক পর্ব শুরু হবে।
এই প্রোগ্রাম নিয়ে ইএলডিসির প্রতিষ্ঠাতা ও আহবায়ক মোঃ জহির রায়হান বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়ত বেকারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে দক্ষ জনশক্তির অভাব। শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাচ্ছেন না, কিংবা পেলেও অনেকাংশে চড়া মূল্য পরিশোধ করতে হয়৷ আশাকরি ইএলডিসির এই আয়োজনের মাধ্যমে কুবিয়ানদের নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দিবে এবং এগিয়ে চলার পথে কিছুটা হলেও সহায়তা করবে।’
বিএসডি/কুবি/হুমায়রা/এমএম