বর্তমান সময় ডেস্কঃ
অস্ট্রেলিয়ার কৃষক কলিন ডেভেরক্স জানিয়েছেন তার কুমিরের হাত থেকে বেঁচে ফেরার অনন্য লড়াইয়ের কথা। তিনি জানান, কুমিরের আক্রমণে দিশেহারা হয়ে এই সরীসৃপ প্রাণীটিকে পাল্টা আঘাত করেন তিনি।
গবাদি পশুর খামারি কলিন ৩.২ মিটার দৈর্ঘ্যের কুমিরের আক্রমণের শিকার হওয়ার পর এক মাস হাসপাতালে ছিলেন।
কলিন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলার সময় তিনি কুমিরের চোখের পাতায় কামড় দিয়েছিলেন।
তিনি আরও জানান, তিনি যখন ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য বিলাবং (হ্রদ) এর তীর দিয়ে যাচ্ছিলেন, তখন পানিতে মাছের সাঁতার কাটা দেখে দাঁড়িয়ে যান। তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে সেখানে একটি কুমির ওঁৎ পেতে বসে আসে। কলিন যখনই সামনের দিকে পা বাড়ালেন, ঠিক তখন কুমিরটি তার ডান পা কামড়ে ধরে। তারপর তাকে টেনেহিঁচড়ে পানিতে নিয়ে যেতে থাকে।
বিচলিত না হয়ে প্রাণে বাঁচার জন্য কলিন বাম পা দিয়ে প্রথমে কুমিরটির পাঁজরে লাথি মারার চেষ্টা করেছিলেন। কিন্তু এতে ব্যর্থ হওয়ার পর তিনি কুমিরটির চোখের পাতায় বার বার কামড়াতে শুরু করেন। তখন কুমিরটি তাকে ছেড়ে দেয়। তিনি লাফ দিয়ে ডাঙায় ওঠেন এবং এরপর বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে ছুটতে থাকেন। কুমিরটি প্রায় চার মিটারের মতো দূরত্ব পর্যন্ত কলিনকে তাড়া করেছিল। তারপর চলে যায়।
বিএসডি/আরপি