কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সােহান সরকার।
গেফতাররা হলেন- মামলার ৮ নং আসামি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া এলাকার নুর আলীর ছেলে জিসান মিয়া (২৮) ও সংরাইশ এলাকার বাদল মিয়ার ছেলে মো. রাব্বি ইসলাম অন্তু (১৯)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সােহান সরকার বলেন, রোববার রাত ১১টার সময় জিসান মিয়াকে জেলার কোতয়ালি থানার পাচথুবী এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি অন্তুকে মধ্যরাতে দেবিদ্বার থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ৫ জন এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও একজনকে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি শাহ আলমসহ অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
বিএসডি/এসএসএ