নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় হোমনা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’র বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে লালমাইয়ের ভুলইন ইউপির ছোটতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন জাকির দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
দোলোয়ার হোসেন জাকিরের অভিযোগ- বুধবার দুপর ১২টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য ছোটতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে তাকে ডেকে নিয়ে পরিচয় জানতে চান। এ সময় জাকির নির্বাচন কমিশনের দেয়া পর্যবেক্ষণ কার্ড ও পত্রিকার কার্ড দেখান। এরপরও তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন ইউএনও। এ ঘটনায় অভিযুক্ত ইউএনও’র বিচার দাবি করেছেন তিনি।
তবে অভিযোগের সত্যতা অস্বীকার করে ইউএনও রুমন দে বলেন, কোনো সাংবাদিকের সঙ্গে আমার এমন ঘটনা ঘটেনি। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে ইউএনও রুমন দে কে জিজ্ঞেস করব।
বিএসডি /এলএল