নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত ও ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বুধবার (১৮ আগস্ট) দুপুরে ৫১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সার বাজেট ঘোষণা করেছেন।
কুলাউড়া পৌর মিলনায়তনে নতুন করারোপ ছাড়া বাজেট ঘোষণাকালে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, পৌরসভার নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি ওয়াটার প্ল্যান্ট বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে করে একটি মডেল পৌরসভা রূপান্তরে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পৌর সচিব শরদিন্দু রায়ের পরিচালনায় বাজেট আলোচনায় অংশ নেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, সিপিবি নেতা খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সমাজসেবক এনামুল ইসলাম, জাপা নেতা মবশ্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সুহেল।
প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছে ৫১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা ও ব্যয় ৫০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা এবং উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৩৬ লাখ ৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা।
বাজেটে রাজস্ব আয় ৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা, ব্যয় ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার, উন্নয়ন আয় ৪৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ও উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৪৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা, মূলধন খাতের আয় ১০ লক্ষ টাকা এবং ১০ লক্ষ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যকর্মী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।
বিএসডি/আইপি