স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে শঙ্কার মেঘ কেটে গেছে। চতুর্থবার বাংলাদেশ দলের সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। সোমবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, ‘করোনার শেষ পরীক্ষা হয়েছে আমাদের রোববার। আজ (সোমবার) ফল হাতে পেয়েছি। সবাই নেগেটিভ।’
তিনি জানান, আজ আইসোলেশন ও কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়া পাবে বাংলাদেশ দল। লিংকন ইউনিভার্সিটি মাঠে এরপর অনুশীলন করা যাবে। অনুশীলন শেষে টিম হোটেলে উঠবেন সবাই। বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথ কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার পর বাংলাদেশ দলকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনুশীলন থেকে বিরত থাকতে বলে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরই গোটা দলকে আবারও কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়। গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ টেস্ট দল।
দুবাই থেকে একই ফ্লাইটে নিউজিল্যান্ডে যাওয়া এক যাত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়লে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের পরিকল্পনা। ওই যাত্রীর কাছাকাছি থাকা সফরকারীদের নয় সদস্যকে দেওয়া হয় ইয়েলো ব্যান্ড। আর অন্য ১৯ সদস্যকে দেওয়া হয় ব্লু ব্যান্ড। এই দলের সদস্যদের কোয়ারেন্টিন শেষ হয় ইয়েলো ব্যান্ড পাওয়াদের তিনদিন আগে। শুরুতে তাদের অনুশীলন করার অনুমতি দেওয়া হয়। কিন্তু একদিন পরেই তাদের সেই অনুমতি প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ১৯ জনকেও নেওয়া হয় ইয়েলো ব্যান্ডের আওতায়। নিউজিল্যান্ডে এবার দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে ১ জানুয়ারি।
বিএসডি/এসএফ