স্পোর্টস ডেস্ক
গত বছর আর্জেন্টিনার জন্য ছিল বিশেষ। ২৮ বছর ধরে তারা প্রহর গুণছিল একটি শিরোপা জয়ের আনন্দে ভাসার। ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে ওই অপেক্ষার অবসান হয়েছে। কোপাজয়ী দলের প্রতিটি খেলোয়াড়ের জন্যই তাই জয়টা সারাজীবনের জন্য তৈরি হওয়া সুখস্মৃতি।
ব্যতিক্রম না ক্রিশ্চিয়ান রোমেরোর ক্ষেত্রেও। সারাজীবন মনে রাখতে তিনি তো নিজের শরীরেই জুড়ে দিয়েছেন কোপার ট্রফি। কোপা জয়ের ছয় মাস পর নিজের শরীরে কোপা আমেরিকার শিরোপার ট্যাটু করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই ওই ছবি পোস্ট করেছেন রোমেরো। স্টোরিতে তিনি লিখেছেন, ‘সেও চেয়েছিল’ এরপর নিজের জার্সির নম্বর (১৩) ও লিখেছেন এই ডিফেন্ডার। লিখেছেন আরও একটি বাক্য, ‘চ্যাম্পিয়ন অব আমেরিকা’।
কোপার ছবি ট্যটু করা প্রথম ফুটবলার অবশ্য ক্রিশ্চিয়ান রোমেরো নন। এর আগে একই কাজ করেছিলেন আলেহান্দ্রো পাপু গোমেজ, আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। তাদের পথেই এবার হাঁটলেন রোমোরো।
বিএসডি/এসএ