আন্তর্জাতিক ডেস্ক
উত্তর কোরিয়ার মাউন্ট কুমগাং কেন্দ্র উচ্ছেদ করছে পিয়ংইয়ং। কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের জন্য এই অবকাঠামোটি ব্যবহৃত হয়ে আসছে। তবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই এই পদক্ষেপের কথা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছে সিউল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দুই কোরিয়ার বিভিন্ন ইস্যু সামলানোর দায়িত্বপ্রাপ্ত এবং সিউলে অবস্থিত একত্রীকরণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের নিকটবর্তী এলাকায় তাদের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই কেন্দ্র ভেঙে দিলে স্বজনদের সঙ্গে সাক্ষাতে ইচ্ছুক ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবেন। এটি তাদের প্রতি অত্যন্ত অমানবিক আচরণ হবে। এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা।
সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে উত্তর কোরিয়া। দুপক্ষের আক্রমণাত্মক বাগাড়ম্বর দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
গত বছর নিজ সীমান্তে দুই কোরিয়াকে সংযোগকারী সড়ক ও রেলপথ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় পিয়ংইয়ং। এর প্রতিক্রিয়ার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্কতামূলক গুলি চালিয়েছিল।
তার আগের বছর ২০১৮ সালে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি বাতিল করে পিয়ংইয়ং। দুই দেশের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে ওই চুক্তিটি করা হয়েছিল। পরে দক্ষিণ কোরিয়াও একই ধরনের পদক্ষেপ নেয়।
উত্তর কোরিয়া পাঁচ বছরেরও বেশি সময় পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত পুনরায় খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেইজিংভিত্তিক পর্যটন সংস্থা কোরিও ট্যুরস বৃহস্পতিবার জানিয়েছে যে উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে পর্যটন আবারও শুরু হয়েছে এবং তাদের কিছু কর্মী রাসন অঞ্চলে প্রবেশের অনুমতি পেয়েছে।