বিনোদন ডেস্ক:
জোহানেসবার্গ টেস্টের শুরুটা কিছুটা চমক নিয়েই এসেছিল ভারতীয় সমর্থকদের জন্য। দলের হয়ে টস করতে নামা মুখটা নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির নয়! তার জায়গায় নামলেন লোকেশ রাহুল!
পরে জানা গেল পিঠের ব্যথায় এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন কোহলি। সে কারণেই শেষ মুহূর্তে কপাল খুলে গেল লোকেশ রাহুলের। দলের অধিনায়কই বনে গেলেন তিনি।
টসের সময়ই লোকেশ রাহুল কোহলির দলে না থাকার কারণ জানান। ভারতীয় এই ব্যাটারের পিঠের উপরের দিকে ব্যথা আছে কিছুটা। সেজন্যই তিনি জোহানেসবার্গে মাঠে নামতে পারেননি। তার পরিবর্তে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার সুযোগ পেয়ে যান হনুমা বিহারী।
কোহলির পরিবর্তে রাহুলের টস করতে নামাটা কিছুটা চমক হয়েই এসেছে। ম্যাচের আগে যে কোহলির চোট নিয়ে কোনো বিজ্ঞপ্তিও দেয়নি বিসিসিআই।
অধিনায়কত্ব পেয়ে যাওয়া প্রসঙ্গে রাহুল বলেন, ‘সব ভারতীয় ক্রিকেটারই কোনো না কোনো দিন দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে। দায়িত্ব পালন করতে আমার আর তর সইছে না।’
এর আগে টস ভাগ্যও সঙ্গ দিয়েছে রাহুলকে। টসে জিতেছেন তিনি, নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
তবে এরপর থেকে ম্যাচের গতিপ্রকৃতি অবশ্য কথা বলছে ভারতের বিপক্ষেই। অধিনায়ক রাহুল একপাশ আগলে রাখলেও অন্যপ্রান্তে আসা যাওয়ার মিছিলই দেখছে দলটি। দলটা ৯১ রানেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ১১৬-এ, উইকেট আছে সেই চারটেই.
বিএসডি/ এলএল