আন্তর্জাতিক ডেস্ক
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জটাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল হন্ডুরাসের প্রায় ২০ মাইল উত্তর এবং কেম্যান দ্বীপপুঞ্জের ১৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে।
এ অঞ্চলের জন্য কলম্বিয়া, কেম্যান দ্বীপপুঞ্জ, কোস্টারিকা, হন্ডুরাস, নিকারাগুয়া এবং কিউবার উপকূলসহ বেশ কয়েকটি স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা শুরুতে পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সম্ভাব্য বিপদের বিষয়ে সুনামি পরামর্শ জারি করেছিল, তবে প্রায় ৪৫ মিনিট পরে এটি বাতিল করা হয়।
পরে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, যদিও সতর্কতা শেষ হয়েছে, শক্তিশালী এবং অস্বাভাবিক স্রোত চলতে পারে। পানির কাছে সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন।
তবে, কেম্যান দ্বীপপুঞ্জের সরকার বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে যে, দ্বীপপুঞ্জটি এখনো ‘সুনামি হুমকির মধ্যে রয়েছে।‘
হন্ডুরাসের উত্তরেও সুনামি সতর্কতা জারি রয়েছে।
‘তীরে বসবাসকারী বাসিন্দাদের অন্তর্দেশীয় অঞ্চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।‘
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্লেট সীমানার এই স্থানে বড় ভূমিকম্প অপ্রত্যাশিত নয়।
২০১৮ সালে কাছাকাছি ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা কিছু ক্ষয়ক্ষতি ও একটি ছোট সুনামির সৃষ্টি করেছিল বলে জানিয়েছে সংস্থাটি ।