স্পোর্টস ডেস্ক:
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডেকেছে সাবেক অধিনায়ক জেসন হোল্ডারকে। ডান পায়ের চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ফাস্ট বোলার ওবেড ম্যাককয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।
গত শনিবার শারজায় দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারের ম্যাচে চোট পান ম্যাককয়। সুপার টুয়েলভে দুটি ম্যাচ খেলে দুটোতেই হেরেছে উইন্ডিজ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
আইসিসি হোল্ডারের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছেন। ২৭টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের বাংলাদেশের বিপক্ষে খেলতে বাধা নেই। ওয়েস্ট ইন্ডিজ প্রধান নির্বাচক রজার হার্পার বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে ছিলেন হোল্ডার। টিম ইউনিটে তিনি ফিট হয়েই ঢুকছেন। তিনি অভিজ্ঞ ও বিজ্ঞ ক্রিকেটার, যিনি সুযোগ লুফে নিতে মরিয়া।’
বিশ্বকাপ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ গোড়ালির ইনজুরিতে হারায় ফ্যাবিয়ান অ্যালেনকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আকিল হোসেন।
বিএসডি/এসএসএ