নিজস্ব প্রতিবেদক
বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে, সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর সিটি ক্লাব মাঠে হিড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।
আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থভাবে গড়ে উঠে। সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে। আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।
এসময় অভিভাবকদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আমাদের সন্তানরা যাতে কখনও কোনো অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখুন। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানরা কীভাবে পরিপূর্ণ একটি মানবিক সন্তান ও সু-সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নেতা বলেন, ‘পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।’
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ।