নিজস্ব প্রতিবেদক,
বাঁশখালীতে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল গ্রামে আবু আহমদের বাড়ির পাশে একটি সবজি বাগান থেকে সাপটি উদ্ধার করা হয়।
বাড়ির মালিক আবু আহমেদ বলেন, খাবারের সন্ধানে অজগরটি আমার সবজি বাগানে নেমে আসলে জালে আটকা পড়ে। স্থানীয়রা সাপটিকে মেরে ফেলতে চাইলে আমি উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসি। এরই মধ্যে অনেকে ফেসবুকে ছবি ও ভিডিও ছেড়ে দেওয়ায়, খবর পেয়ে বন্যপ্রাণি সংরক্ষক সংস্থার কর্মীরা এসে সাপটি নিয়ে যায়।
অজগর সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১০-১২ ফুট। সাপটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, বৈলছড়ী ইউনিয়নের অভ্যারখীল গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করে নেজামুল ইসলাম বন্য প্রাণী সংরক্ষকের জিম্মায় দেওয়া হয়েছে। পরে সাপটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হবে। অজগর সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১০-১২ ফুট।
বিএসডি/আইপি