গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মানবতার দিক দিয়ে হলেও খালেদা জিয়াকে জামিন দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন ‘‘চালাচালি’’ করা মোটেও উচিত হচ্ছে না।’
আজ রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘উনার যে অবস্থা এদেশে উনার চিকিৎসা হচ্ছে না। তার লাঞ্চে পানি এসেছে। আর লাঞ্চে পানি আশাটা খুবই খারাপ লক্ষণ। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। এটা দেশের জন্য, জাতির জন্য বিপদজনক সমস্যার দিকে নিয়ে যাবে। যখন আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, তখনইতো সরকার এটি করে দিতে পারত। এটাতো আধা ঘণ্টার কাজ।’
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীর, কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল জেলা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হেদায়েত উল্যা খান শোভাসহ অন্যান্য নেতৃবৃন্দ।