খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচনে উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ) সভাপতি ও উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে মধ্যরাতে ফলাফল প্রকাশ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল বেলা-২.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২৯৯ ভোটারের মধ্যে ভোট পড়ে ২৯৪টি। নির্বাচনে তিনজন সভাপতি প্রার্থীর মধ্যে এস এম মনিরুজ্জামান (পলাশ) ১৩৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে দীপক চন্দ্র মন্ডল ১০১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও তানভীর হোসেন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সুশান্ত কুমার বসু, অর্থ সম্পাদক সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক), দপ্তর সম্পাদক সহকারী রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছুনুরাম রায় (সাগর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সমাজ কল্যাণ সম্পাদক সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার উপ-রেজিস্ট্রার মোহাঃ আলী আকবর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এই নির্বাচনে দুইজন নির্বাচন কমিশনার ছিলেন যথাক্রমে সহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান ও সেকশন অফিসার (আইটি) অতীশ দীপঙ্কর বিশ্বাস। এদিকে আজ বিকেলে নব-নির্বাচিত পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত পরিষদের সভাপতিকে শপথ পড়ান। পরে সভাপতি নির্বাচিত অন্যান্যদের শপথ পড়ান।
বিএসডি/এসএফ