স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা কমেছে। তবে শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার বেড়েছে। বিভাগের ১০ জেলার সাতটিতে সংক্রমণের হার ৩৭ শতাংশের ওপরে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এ জেলায় সর্বোচ্চ ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৮ দশমিক ৩৬। বাগেরহাটে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৫৩ দশমিক ৪। যশোরে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ৪৫ দশমিক ৯৫ শতাংশ। সাতক্ষীরায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৮ দশমিক ৪২। মাগুরায় ২৮ জনের শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬০ দশমিক ৮৭।
কুষ্টিয়ায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। সংক্রমণের হার ৩৭ দশমিক ১৬। ঝিনাইদহে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৭ দশমিক ২১। নড়াইলে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২১ দশমিক ৭৯। চুয়াডাঙ্গায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ৬৩। মেহেরপুরে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৭ দশমিক ৭৭।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, বিভাগে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রায় ছয় মাস পর শনাক্ত হয়েছে এক হাজারের কাছাকাছি। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
বিএসডি/ এলএল