নিজস্ব প্রতিবেদক:
খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকার সেনের বাজারে অভিযান চালিয়ে ‘মুন কসমেটিকস বাংলাদেশ’ নামক একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুসকে (৬২) তিন লাখ টাকা জরিমানা করা হয়।
মেজর রিফাত জানান, ‘বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মুন কসমেটিক্স কারখানায় অভিযান চালানো হয়। কারখানার মালিক শেখ সালাউদ্দিন সেখানে অননুমোদিতভাবে পণ্য উৎপাদন করতেন। কারখানার অনুমোদন থাকলেও বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে চারটি পণ্যের লাইসেন্স নেওয়া হয়। কিন্তু সেখানে অবৈধভাবে আরও ২৭টি পণ্য উৎপাদন করা হতো। এসব পণ্য খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের গ্রামাঞ্চলে বিক্রি করা হতো।’
তিনি আরো বলেন, ‘মানুষ না বুঝেই সেই পণ্য ব্যবহার করতো। এরকম অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সব ভেজাল কসমেটিক্স জব্দ করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন।’
বিএসডি/এসএসএ