নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য আগামী শুক্রবার দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে আগামী তিন শুক্রবার বাদ জুমা দেশব্যাপী সব মসজিদে এই দোয়া ও মোনাজাত আয়োজন করা হবে।
সোমবার (১১ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ দিনগুলোতে বাদ জুমা দোয়া ও মোনাজাত করা হবে।
এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।