নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে জোরালো সমর্থন দেবে নরওয়ে। ঢাকা সফররত নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম মঙ্গলবার (২০ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে হওয়া বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য নরওয়ের জোরালো সমর্থন। যেখানে যুব ও মহিলাদের ভূমিকা বৃদ্ধি পাবে। বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন, যুদ্ধ ও ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেন।
মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। তিনি আজ পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ঢাকা সফরকালে নরওয়ের প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী বুধবার (২১ মে) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি পরদিন সকালে ঢাকা ত্যাগ করবেন।