জ্যেষ্ঠ প্রতিবেদক
চাঞ্চল্যকর গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গত ৯ অক্টোবর চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানার রুবী গেট এলাকা থেকে রাত নয়টার দিকে এক নারী পোশাককর্মীকে কতিপয় যুবক অপহরণ করে। তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার একটি এলাকায় আটকে রেখে গণধর্ষণ করা হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় চারজনের নাম উল্লেখসহ আরও দুই-তিন জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নিহতের বাবা। র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রামের পোশাক কারখানার নারী শ্রমিকের গণধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজধানীর বংশাল থানার এলাকায় গা-ঢাকা দিয়ে রয়েছে।
র্যাব-৩ এর গোয়েন্দা দল নজরদারি শুরু করে। আসামির অবস্থান নিশ্চিত করার পর র্যাব-৩ এর একটি দল সোমবার বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মামুনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মামুন গণধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএসডি/এসএ