নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার জানিয়েছেন, পর্যায়ক্রমে গণপূর্তের অধীনে থাকা সব জলাশয় ও লেক ব্যবহার উপযোগী করা হবে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর রমনা লেকে সৌখিন মৎস্য শিকারীদের সংগঠন ‘বিলিভার্স অ্যাংলার বিডি’র উদ্যোগে বিভিন্ন প্রকার দেশি মাছের পোনা অবমুক্তকালে তিনি এ কথা জানান।
সচিব আরও জানান, রাজউকের অধীন উত্তরা ও পূর্বাচল লেক এখন ব্যবহারের উপযোগী। উত্তরা তৃতীয় প্রকল্পের লেকগুলোর সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। সে পানি এখন ব্যবহার করার মতো হয়েছে। আগামীতে এ ধারা অব্যহত থাকবে। পার্কগুলোও সবার জন্য উন্মুক্ত করা হবে।
দ্য ডেইলি মর্নিং ভয়েসের সম্পাদক ও প্রকাশক মো. রিপন তরফদার নিয়াম এবং দৈনিক গণমুক্তির সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট এ ইউ আহম্মেদ মিঠুর সার্বিক সহযোগিতায় মৎস্য অবমুক্ত করা হয় ।
ভোরের সাথী, রমনার সভাপতি ইয়াকুব আলী এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সদস্য আজিজুল বারী শিপুসহ ভেরের সাথীর রমনা ও ‘বিলিভার্স অ্যাংলার বিডি‘র সদস্যারা এ সময় উপস্থিত ছিলেন।
বিএসডি/এফএ