নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূতদের ভিসার জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেয় বাংলাদেশ সরকার।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হতো। এ ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেওয়া হতো না। এখন ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন। ২০২৪ সালে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেওয়া হয়।
গত বছরের ডিসেম্বরের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-৬ শাখার উপসচিব আলীমুন রাজিব স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যেকোনো দেশের নাগরিকের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি জারি করা পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো। ফলে এসব নাগরিকের ভিসার আবেদন বিদেশের বাংলাদেশ দূতাবাস/মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারছে।