বর্তমান সময় ডেস্কঃ
ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমরসহ ২৬১ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিএনপির দাবি, এ নিয়ে দলটির সাত হাজার ৯৭৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।
গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা সেনানিবাস এলাকায় বোনের বাসা থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এর আগে গতকাল ভোরে আলতাফ হোসেন চৌধুরীকে গাজীপুরের টঙ্গী থেকে এবং শনিবার মধ্যরাতে রাজধানীর একটি এলাকা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শাহজাহান ওমরকে বাসে আগুন দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আলতাফ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সকালে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেনকে আটক করে র্যাব। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়।
অপরদিকে বিএনপির সমাবেশের দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুর ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। তাঁর আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, আলতাফ হোসেন গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার এজাহারভুক্ত আসামি। র্যাব-১-এর গাজীপুর স্পেশালাইজড কম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দাবি, চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে বিএনপির আরো ১৬১ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ অক্টোবর থেকে এ পর্যন্ত সাত হাজার ৯৭৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ৫১৫টি মামলায় ৩৯ হাজার ৬২০ জনকে আসামি করা হয়েছে। আন্দোলনের সময় সংঘর্ষে বিএনপির ১০ জন মারা গেছেন। আহত পাঁচ হাজার ৭৯১ জন।
এদিকে জামায়াত দাবি করেছে, গতকাল বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে জামায়াতের ৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত জামায়াতের মোট এক হাজার ৬৪৫ জন গ্রেপ্তার হন।
বিএনপির মহাসমাবেশে সহিংসতা ও হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় গত ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সাত দিনে পল্টন, মতিঝিল, রমনা, শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় ৬৬টি মামলা করেছে ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশ সূত্র বলেছে, দ্বিতীয় দফায় অবরোধ চলাকালে গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গতকাল রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএসডি/আরপি