গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনস্ট্রেশন (বিবিএ) বিভাগের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ইউজিসির বিশ্বস্ত সূত্রে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। গবি কর্তৃপক্ষও এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, প্রাথমিক পর্যায়ে প্রতি সেমিস্টারে ৪০জন শিক্ষার্থীকে ভর্তি করাতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১৯ সালে বিবিএ-তে ভর্তির স্থগিতাদেশ দেয় আদালত। ওই বছরের মার্চে ইউজিসির ওয়েবসাইটে ‘লাল তারকা’ চিহ্নের বিষয়টি শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হয়।
জানা যায়, ২০২১ সালের জুলাই থেকে এ সমস্যার সমাধানে কাজ শুরু করে প্রশাসন। ইউজিসির যতো আপত্তিকর বিষয় চিক, তা সমাধান করা হয়। এরপর ইউজিসিকে এ বিষয়ে যাবতীয় কাগজপত্র প্রদর্শন করা হয়। তাদের সকল প্রক্রিয়া শেষে ২২ মার্চ এই ‘লাল তারকা’ সরিয়ে নেয়া হয়। করোনার দুই দফা বন্ধের কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হয়।
বিএসডি/এফএ