নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর আগুনে বসত বাড়ির ৩৫টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সিটি কর্পোরেশনের বাহাদুরপুর মন্ডল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন বাহারদুপুর (তুলসী ভিটা) মন্ডলবাড়ি এলাকার কামাল হোসেনের মালিকানাধীন বাড়ির একটি কক্ষে শনিবার বেলা ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই বাড়ির ঘরগুলোতে কারখানার শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষ ভাড়া থাকতো। ঘটনার সময় কারখানার শ্রমিকরা কাজে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। মূহুর্তেই আগুন পাশের অন্যান্য কক্ষগুলোসহ অপর একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঘরগুলোতে থাকা আসবাবপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহত ও আগুন লাগার কারণ জানা যায় নি।
বিএসডি/ এলএল