গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর নছর মার্কেট এলাকা থেকে শনিবার রাতে মো. রুবেল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রুবেল কক্সবাজারের উখিয়া ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।
আটক রুবেলের বরাত দিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, রুবেল ৩/৪ মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। পরে তার স্থান হয় উখিয়ার ট্রানজিট ক্যাম্পে।
গত চারদিন আগে সেখানে বসবাসকারী অপর এক রোহিঙ্গা যুবক রুবেলকে চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে ট্রানজিট ক্যাম্প থেকে বের করে চট্টগাম নিয়ে যায়। পরে সেখানে গিয়ে রুবেলের কাছে থাকা ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাকে মারধর করে ট্রেনে তুলে দেয়।
পরে বিভিন্ন ট্রেন পাল্টে রুবেল শনিবার রাতে গাজীপুরের জয়দেবপুর জংশনে গিয়ে নামে। সেখান থেকে রেলপথ ধরে হাঁটতে হাঁটতে নছের মার্কেটের প্রতাবপুর এলাকায় পৌঁছে। তার কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে নাম-পরিচয় জানতে চায়। পরে রুবেল নিজে রোহিঙ্গা বলে স্বীকার করে। তখন এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
এরপর পুলিশ রাতেই তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন রোববার সকালে তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
বিএসডি/ এলএল