নিজস্ব প্রতিবেদক,
গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলে অন্তত পাঁচটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুবাইলের মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাজুখান এলাকায় পাশাপাশি বেশ কিছু ঝুটের গুদাম আছে। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় এলাকাবাসী বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয়টি গুদামে আগুন লেগেছে। আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে আসা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পুবাইল থানার ওসি মহিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিএসডি/আইপি