নিজস্ব প্রতিবেদক:
ম্যাজিস্ট্রেট দেখে বর ও কনেকে ফেলে রেখেই দৌড়ে পালিয়ে গেলেন বরযাত্রীরা। বাল্য বিয়ে আয়োজনের অভিযোগে কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা ও বিশেষ শতর্ক করেন। এছাড়া বর নয়ন হোসেনকে মুসলেকা নিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধালা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর ইউএনও মৌসুমী খানম বাল্য বিয়ে বন্ধের এ অভিযান পরিচালনা করেন। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ম্যাজিস্ট্রেটটকে সহায়তা করেন।
কাথুলী ইউপির নারী সদস্য মোছা. সুফিয়া খাতুন বলেন, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইদিস আলীর ছেলে নয়ন হোসেনের সঙ্গে লক্ষি নারায়ণপুর ধলা গ্রামের সাইকেল মিস্ত্রি রাজুর সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যার সঙ্গে রাতের আঁধারে গোপনে বিয়ের আয়োাজন চলছিল। বর ও বরযাত্রীতে বিয়ে বাড়ি সরগরম। রান্না বান্নার কাজও প্রায় শেষের পথে। হঠাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির শব্দ। শব্দ শুনেই বর ফেলে পালিয়ে যাায় বরযাত্রীরা।
বিএসডি/আইপি